প্রথম নির্বাচনেই বাজিমাত করলেন মমিন মন্ডল

প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

একুশ নিউজ: প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছেন সিরাজগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মমিন মন্ডল।

রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থীর চেয়ে ২ লাখ ৩১ হাজার ৫৪৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতিকে আব্দুল মমিন মন্ডল পেয়েছেন ২,৫৯,৮৬১ ভোট। বিপরীতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান থানের শীষে পেয়েছেন ২৮,৩১৭ ভোট।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী লোকমান হোসেন হাতপাখা প্রতিকে পেয়েছেন ২,৫০৪ ভোট। বাংলাদেশের বিল্পবী ওয়ার্কাস পাটি ৭৭২ ভোট। জাতীয় পাটির প্রার্থী মোক্তার হোসেন পেয়েছেন ৬৫৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আলী আলম পেয়েছেন ১১০ ভোট।

প্রসঙ্গ, আবদুল মমিন মন্ডল একজন সিআইপি পদকপ্রাপ্ত তরুণ ব্যবসায়ী-শিল্পপতি। তার বাবা আব্দুল মজিদ মন্ডল দশম জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার পরিবর্তে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

/এসএস

Comments