উপজেলা নির্বাচনে কালুখালী থেকে জনপ্রিয়তার শীর্ষে মিজানুর রহমান মজনু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯ অনিক সিকদার, রাজবাড়ী: শেষ জাতীয় সংসদ নির্বাচন ২০১৯।নির্বাচনের পরপরই ঘোষনা আসে শীঘ্রই আসছে উপজেলা নির্বাচন, এবং তা হবে মার্চে। এই নিয়ে দেশে আবারও তৈরী হয়েছে উৎসবমূখর পরিবেশ। তার ব্যাতিক্রম ঘটেনি পদ্মাকন্য রাজবাড়ীতে। পদ্মা ঘেষে গড়ে ওঠা রাজবাড়ী জেলা গঠিত ৫ টি উপজেলা নিয়ে।পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ। কালুখালী একটি ঘন জনবসতিপূর্ণ উপজেলা। উপজেলাটি ৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত।এখানকার মানুষের পছন্দের শীর্ষে রয়েছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আর ইতিমধ্যেই গ্রামাঞ্চলে বইতে শুরু করেছে নির্বাচনের আগাম হাওয়া।এবার কালুখালী উপজেলা নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তৃনমূল নেতা ‘মজনু’।গ্রামাঞ্চলের বিভিন্ন চায়ের দোকানের আলোচনায় শোনা যাচ্ছে তার নাম। তার পুরো নাম মিজানুর রহমান মজনু। উপজেলার মদাপুরে তার জন্ম। তিনি উপজেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্য। তার রয়েছে এক বিশাল রাজনৈতিক জীবন। মিজানুর রহমান মজনু ছিলেন ১৯৯১ সালে মদাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। ১৯৯৫ সালে ছিলেন কালুখালী ডিগ্রি কলেজের সভাপতি। তিনি ছিলেম কলেজ রাজনীতিতে এক সাফল্যমণ্ডিত ব্যাক্তি। এরপর তিনি আসেন যুবলীগে।বৃহত্তর পাংশা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন ২০০৩ সালে। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক হয়ে দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য।এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত তিনি। মজনু ২০০৮ সালে কালুখালীর চাঁদপুর বাসষ্ট্যান্ড স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠিত করেন এবং ২০১৭ সালে মদাপুর শেখ রাসেল সৃতি পাঠাগার প্রতিষ্ঠিত করেন।মিজানুর রহমান মজনুকে নিয়ে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ ও তার অনুসারী নেতাকর্মীদের প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো। এব্যাপারে মিজানুর রহমান মজনু প্রতিবেদককে জানান, আমি অনেকদিন যাবৎ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দলের খারাপ সময়ে পাশে থেকে নিজের জীবনকেও বাজি রাখতে পিছুপা হইনি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করেছি। সেই থেকেই বলতে চাই আমি দলের এক নির্ভরযোগ্য কর্মী। দল আমাকে নিশ্চয় বিবেচনায় রাখবে। দেশনেত্রী যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে জয়ী হবো। এবং এই কালুখালী উপজেলা আমি নেত্রীকে উপহার দিয়ে তার হাতকে শক্তিশালী করবো ইনশাল্লাহ। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: