উপজেলা নির্বাচন; মির্জাপুরে চেয়ারম্যান পদে একাধিক নতুন মুখ

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

তুষার সান্যাল, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর পরই ইতিমধ্যেই আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানান দিচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ শেষ করেই প্রায় ৫শ উপজেলায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশিন (ইসি)। ফেব্রুয়ারির প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় নেতাকর্মী বিভিন্ন স্থানে গণসংযোগ করে চলেছেন।

এদিকে, মির্জাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রার্থী হবেন বলে ঘোষণা দেন।

এছাড়া বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, বাংলাদেশ আওয়ামী লীগ হংকং শাখার সভাপতি ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ লিটন, উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ হেল সাফি,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম তাদের প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এসএস

Comments