ভোট দিতে পারলে ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত: মির্জা ফখরুল

প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

একুশ ডেস্ক: ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় সুনিশ্চিত বলে জানিয়েছেন এক্যফ্রন্টের মুখপাত্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল।

এর আগে আজ সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মির্জা ফখরুল।

উল্লেখ্য, আজ বিকেলেই মির্জা ফখরুলের ঢাকায় আসার কথা রয়েছে।

/এসএস

Comments