আপনাদের পুত্রবধুকে মুক্ত করতে ভোট গণনা করে বাড়ি ফিরবেন: বগুড়ায় মির্জা ফখরুল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮ একুশ নিউজ ডেস্ক: নির্বাচনের দিন ভোট দেওয়ার পর গণনা অবধি কেন্দ্রে থাকতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকালে বগুড়ায় নিজ নির্বাচনী আসনে এক জনসভায় বিএনপি মহাসচিব বলেন, আপনাদের পরিবার-পরিজন যারা ভোটার হয়েছেন, আপনাদের বন্ধু-বান্ধব যারা ভোটার হয়েছেন, তাদের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। ধানের শীষে ভোট দিয়ে ভোট গণনা করে বাড়িতে ফিরবেন। বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর নির্বাচন করে আসছেন। ফৌজদারি মামলায় কারাদণ্ডের কারণে তার প্রার্থিতা বাতিল হওয়ায় এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ফখরুল। বুধবার বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া হাজী দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। ভোটারদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমি বলেছিলাম, আমি প্রার্থী নই, প্রার্থী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর মাত্র তিন দিন পরে ৩০ ডিসেম্বর, সেদিন নির্ধারিত হবে, আপনাদের পুত্রবধূ আপনাদের মাঝে সসম্মানে ফিরে আসছেন কি না?সেদিন নির্ধারিত হবে বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাচ্ছে কি, মুক্তি পাচ্ছে না; বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরে আসছে কি ফিরে আসছে না? বগুড়াবাসীর উদ্দেশে ফখরুল বলেন, এই সরকার একটি জুলুমবাজ-নির্যাতনকারী সরকার। আপনাদের প্রিয় বধূকে (খালেদা জিয়া) তারা কারাগারে আটক করে রেখেছে। আপনাদের নেত্রীকে আটক করে রেখেছে বিনা অপরাধে। অসুস্থ হয়ে পড়েছেন। তিয়াত্তরের উপরে তার বয়স। তিনি ভালো মানুষ কারাগারে গেলেন এবং এখন তাকে হুইল চেয়ারে চলতে হয়। এই নেত্রী সেই নেত্রী। যিনি আপনাদের প্রিয় ছেলেকে হারানোর পর থেকে কোনো দিন পরিবারের দিকে তাকাননি; জনগণকে-দেশের মানুষকে তার পরিবার মনে করেছেন। সেভাবে তিনি সংগ্রাম করে গেছেন। ফখরুল বলেন, আজকের এই নির্বাচন শুধু নির্বাচন নয়। এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যত নির্ধারণ করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে, আমরা কি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাবো কি ফিরে পাব না। এই নির্বাচনের মধ্য দিয়ে সিদ্ধান্ত গৃহীত হবে আমরা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে পারব কি পারবো না। আপনাদের পুত্রবধুকে মুক্ত করতে ভোট গণনা করে বাড়ি ফিরবেন: বগুড়ায় মির্জা ফখরুল Comments SHARES নির্বাচন বিষয়: