মিরসরাইয়ে প্রস্তুত ১০৪ ভোট কেন্দ্র; ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৫টি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮ আজিজ আজহার, মিরসরাই চট্টগ্রাম: চট্টগ্রাম-১ মিরসরাই আসনের ১০৪টি কেন্দ্রে ভোট অনুষ্ঠানের সবরকম প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (২৯ ডিসেম্বর) ভোটের একদিন আগে নিরাপদে ব্যালটপেপারসহ ভোটের সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন প্রিজাইডিং অফিসারসহ ভোট গ্রহণে নিয়োজিত অন্যান্য কর্মকর্তারা। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, এ আসনে মোট ১০৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পূর্বের অভিজ্ঞতার আলোকে এখানকার ৫টি কেন্দ্রকে ঝূঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। ব্যালট বক্স গ্রহণ করছেন প্রিসাইডিং অফিসার শনিবার সন্ধ্যার আগেই সবগুলো কেন্দ্রে নিরাপদে ব্যালট পেপার ও নির্বাচনী সরাঞ্জাম নিয়ে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছেন। ভোটের দিন নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন দুইজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও চারজন নির্বাহী মেজিষ্ট্রেট। তিনি আরো জানান, ভোট গ্রহণের আগেরদিন থেকে কেন্দ্রের নিরাপত্তায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে ৩০০ সেনা সদস্য, ১৫০জন বিজিবি সদস্য, প্রায় ৫শ পুলিশ সদস্য। এছাড়া কেন্দ্রের ভেতরকার নিরাপত্তায় নিয়োজিত থাকবে ১০৪জন পুলিশ সদস্য ও ৩১২জন আনসার সদস্য। মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুজ্জামান জানান, আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ১৬জন। এদের মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৫৫ হাজার ৪শত ৭৪জন আর পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৯ হাজার ৫ শত ৪২জন। এদের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ৪১ হাজার ৯শত ৬০জন ভোটার নতুন করে যুক্ত হয়েছে। মিরসরাই উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মিরসরাই আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১০৪টি। এখানে নিয়োজিত থাকবেন ১০৪জন প্রিজাইডিং অফিসার। সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োজিত থাকবেন ৬২৯ জন। এসব কেন্দ্রে নিয়োজিত পোলিং অফিসারের সংখ্যা ১২৫৮জন। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: