মির্জাপুর এখন পোস্টারে-ব্যানারের নগরী, চলছে সকাল-সন্ধ্যা মাইকিং

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

তুষার সান্যাল, মির্জাপুর, টাঙ্গাইল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের মির্জাপুর শহর ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এবং ১৪ ইউনিয়নের দলীয় নেতাকর্মী ছাড়াও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন রাস্তাঘাট ও অলিগলিতে ব্যানার আর পোস্টারে ছেয়ে গেছে। এছাড়া চলছে মাইকিং। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মীরা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে ভোট প্রার্থনাসহ কর্মীসভা, পথসভা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

পৌরসভা, উপজেলার মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল এই ১৪ ইউনিয়নে খোঁজ নিয়ে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীরা গণসংযোগ ও কর্মী সভা করেছেন।

ভোটারদের মন জয় করতে নির্বাচনের দিকে আকৃষ্ট করতে প্রতিটি এলাকায় চলছে ব্যাপক মাইকিং ব্যবস্থা। সিএনজি, অটো-রিক্সা ও মোটর সাইকেলের পিছনে মাইক দিয়ে চলছে প্রচারণা। মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেনের সঙ্গে তার স্ত্রী ঝরনা হোসেন ও পুত্র ব্যারিষ্টার মো. তাহরীম হোসেন সীমান্ত।

আর ঐক্যফ্রন্টের প্রার্থী মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফাতেমা আজাদ ও পুত্র কন্যা।

মির্জাপুরে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. একাব্বর হোসেন (নৌকা), বিএনপি তথা ঐক্যফ্রন্টের প্রার্থী মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), খেলাফত মজলিসের প্রার্থী মো. মুজিবুর রহমান পেশওয়ারী (দেয়াল ঘড়ি), ইসলামী আন্দোলনের প্রার্থী মো. শাহিনুর ইসলাম (হাতপাখা) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী শ্রী মতি রুপা রায় চৌধুরী (বাঘ); এই ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তবে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর পোস্টারে-ব্যানার ছাড়া অন্য দুই প্রার্থীর পোস্টারে-ব্যানার দেখা যাচ্ছে অপর একজন প্রার্থীর (বাঘ) পোস্টারে-ব্যানার দেখা যাচ্ছে না। নির্বাচনে ৬ জন প্রার্থী থাকলেও নৌকার পক্ষে কাজ করার কথা জানিয়েছেন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টি।

আওয়ামী লীগ ও বিএনিপির প্রার্থী ছাড়া অন্য তিন প্রার্থীর কার্যক্রম এলাকায় নেই বললেই চলে। খেলাফত মজলিসের প্রার্থী মো. মজিবুর নিজে ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের প্রার্থী শ্রী মতি রুপা রায়ের পক্ষে তার স্বামী ও পুত্র কাজ করছেন। ইসলামী শাসন আন্দোলনের প্রার্থী মো. শহিনুর ইসলামকে এলাকায় দেখা যাচ্ছে না।

/সিএইচ

Comments