প্রচারণায় নেমে প্রথম দিনেই হামলার শিকার মিয়া নুরুদ্দিন অপু

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

নিজস্ব প্রতিবেদক, একুশ নিউজ: শরীয়তপুর-৩ আসনে প্রচারণায় নেমে প্রথম দিনেই হামলার শিকার হলেন বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু।

সোমবাার বেলা সাড়ে ১১টার দিকে গোসাইরহাট উপজেলার কোদালপুর বাজারে মিয়া নুরুদ্দিন অপুর ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে মিয়া নুরুদ্দিন মাথায় ও ঘাড়ে আঘাত প্রাপ্ত হন। আহত মিয়া নুরুদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে।

তফসিল ঘোষণার পর আজকেই প্রথম এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে চেয়েছিলেন শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু।

উপজেলা সদর গোসাইরহাটে জনসভা করার উদ্দেশ্যে সকালে নিজ গ্রাম কোদালপুর থেকে মিছিল নিয়ে রওয়ানা হলে তার ওপর হামলা হয়। এতে প্রার্থীসহ আরো অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

আহত মিয়া নুরুদ্দিন অপুকে কোদালপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকেন্দ্রে ভর্তি করা হয়। খবর পেয়ে দুপুর ১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন ও গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা নুরুদ্দিনকে দেখত হাসপাতালে আসেন।

রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বিএনপির প্রার্থী গোসাইরহাটে যাবেন, তা তাঁদের জানা ছিলো না। হামলার এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। এটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু এর মধ্যে বিএনপির প্রার্থীর ওপর হামলা হয়। লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসএস

Comments