মেয়েদের জাতীয় ক্রিকেট লীগে চাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৯ ক্রীড়া প্রতিবেদক: মেয়েদের জাতীয় ক্রিকেট লিগে চাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ।সবগুলো ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল সিলেট।১০ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে ঢাকা বিভাগ। এবাবের মহিলা জাতীয় লীগের ম্যাচগুলো হয়েছে ৫০ ওভারের(ওয়ানডে ফর্মেটে)। গতবার হয়েছিল টি-টোয়েন্টি ফর্মেটে। ২০৫ রান ও ১৬ উইকেট নিয়ে টুনামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে খুলনার রুমানা আহমেদ। একটি শতক ও তিনটি অর্ধশতক মিলিয়ে ৭ ম্যাচে ৪১৪ রান করে সর্ব্বোচ রান সংগ্রাহক হয়েছেন সিলেটের মুর্শেদা খাতুন হ্যাপি। সবচেয়ে বেশি ১৬ উইকেট যৌথভাবে রুমানা আহমেদ ও নাহিদা আক্তারের। উদীয়মান ক্রিকেটারের পুরস্কার উঠেছে ১৫ উইকেট নেয়া ময়মনসিংহের ১৪ বছর বয়সী লেগস্পিনার স্বর্ণার হাতে। বিআইজে/ Comments SHARES খেলাধুলা বিষয়: জাতীয় ক্রিকেট