মেসির জোড়া গোলে হার এড়ালো বার্সা

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯

স্পোর্ট ডেস্ক: আরো একবার মেসি ঝলক। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর জোড়া গোল করে দলকে পরাজয়ের হাত থেকে বাচালেন।  শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি দমবন্ধ হওয়া ছিল বার্সেলোনা সমর্থকদের জন্য। প্রথমার্ধেই ২-০ গোলের ব্যবধানে পিছিয়ে থাকা বার্সেলোনা শেষ পর্যন্ত সমতা নিয়ে মাঠ ছেড়েছে।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতেই বার্সেলোনার উপর চেপে বসে ভ্যালেন্সিয়া। তৃতীয় মিনিটে পারেজোর শট আটকে ভ্যালেন্সিয়াকে গোলবঞ্চিত করেন টের স্টেগান। এরপর অতিথিদের বেশ কিছু আক্রমণ ঠেকিয়ে বার্সাকে রক্ষা করেন এই গোলরক্ষক। তবে ২৪তম মিনিটে আর রক্ষা নেই টের স্ট্রেগানকে পরাজিত করে বল জালে পাঠিয়ে দেন কেভিন গেময়রো। রদ্রিগোর বাড়ানো বল থেকে গোল করেন গেময়রো। এরপর স্বাগতিকদের বুকে ফের ছুরি চালায় ভ্যালেন্সিয়া। এবার ভ্যালেন্সিয়ার নায়ক পারেজো।

বার্সেলোনার রবার্তো ভ্যালেন্সিয়ার ওয়াসকে ফাউল করে বসলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পারেজোর পেনাল্টি শট বার্সেলোনার জাল খুঁজে নেয় সহজেই।

২-০ গোলে পিছিয়ে থেকে প্রতিশোদ পরায়ণ হয়ে উঠলো বার্সেলোনা। প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ চালিয়ে যায় বার্সেলোনা। ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে পাওয়া মেসির গোলে ব্যবধান কমায় ভালবার্দের শিষ্যরা। ৪৩তম মিনিটে রবার্তোর শট গোলপোস্টের পাশ দিয়ে না গেলে তখনই সমতায় ফিরত বার্সেলোনা। অবশেষে ম্যাচের ৬৪ মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। ভিদালের বাড়ানো বল থেকে দলকে সমতায় ফেরান বার্সেলোনার এই আর্জেন্টাইন গোলমেশিন।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ নয় ম্যাচের প্রতিটিতে গোল করেছেন মেসি। ২০১৩ সালের পর এবারই আবার এভাবে ধারাবাহিক গোল পাচ্ছেন মেসি। ২০১৩ সালে টানা ১০ ম্যাচে গোল করেছেন ভালভার্দের প্রিয় শিষ্য।

/আইকে

Comments