মিশর থেকে ফেরআউনের মাথা লন্ডনে!

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

ডেস্ক: লন্ডনে ক্রাইস্টি নিলাম হাউজ থেকে মিশরের পিরামিডে রাখা ফেরআউনের ভাস্কর্যের মাথা নিলামে উঠছে। নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৪ জুলাই।

এদিকে, এ খবর প্রকাশের পর থেকেই সমালোচার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সবার প্রশ্ন- মাথা মিশর থেকে লন্ডন কিভাবে গেল?

ইতোমধ্যে মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তারা ক্রাইস্টি নিলাম হাউজের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং ভাস্কর্যের মাথা ফেরত দেয়ার দাবি করেছে।

উল্লেখ্য, মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের পক্ষ থেকে চুরি হওয়া ও অবৈধভাবে মিশর থেকে নিয়ে যাওয়া প্রাচীন ও দুর্লভ বস্তু ফিরিয়ে আনার জন্য পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান শাবান আবদুল জাওয়াদ বলেন, ক্রাইস্টি নিলাম হাউজের রেকর্ড খতিয়ে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। তদন্তে কোনো অসংগতি পাওয়া গেলে নিলাম হাউজটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএম/

Comments