মাশরাফির নেতৃত্বে ঘরে এলো প্রথম শিরোপা

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৯

ডেস্ক: ২০০৯ সালের পর থেকে এপর্যন্ত ৬টি ফাইনাল খেলে ফেলেছে বাংলাদেশ। প্রতিটি ফাইনালেই সঙ্গী হয়েছে কান্না। মাশরাফির নেতৃত্বে বহুজাতিক কোনও টুর্নামেন্টের প্রথম কোনও ট্রফি জিতলো বাংলাদেশ। এই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ৩৩ বছরের অপেক্ষা দূর হলো ডাবলিনের মাঠে।

মাশরাফি বিন মুর্তজা নিজের ক্রিকেট ক্যারিয়ারে মাশরাফি বল হাতে যেমন সফল, তেমনি সফল নেতৃত্বেও। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে টাইগারদের উত্তরণ তার নেতৃত্বেই। শুক্রবার আরও একটি মাইলফলকে পৌঁছালেন তিনি। গত ছয়টি ফাইনালে বাংলাদেশের তিন অধিনায়ক যা পারেনি, মাশরাফি চতুর্থবারের চেষ্টায় তাই করে দেখিয়েছেন।

অধিনায়ক হিসেবে মাশরাফি কৃতিত্ব পেতেই পারেন। তবে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে সৌম্য সরকারকে। ৪১ বলে ৬৬ রানের ইনিংসে শুরু থেকে যেভাবে খেললেন, তার এমন ইনিংসই জয়ের ভিতটা গড়ে দিয়েছে। মোসাদ্দেক পেয়েছেন ঝড়ো ইনিংস খেলার আত্মবিশ্বাস। আর তাতেই ২৪ বলে ৫২ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যেতে পেরেছেন তরুণ এই অলরাউন্ডার।

এসকে/

Comments