নড়াইলের মন্দিরে মাশরাফি; অসাম্প্রদায়িক জেলা গড়ার আহ্বান

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের মহানায়ক ও ক্যাপ্টেন ফ্যানটাস্টিক, মাশরাফি বিন মোর্ত্তজা (কৌশিক) নড়াইলের ভাদুলীডাঙ্গা শ্রী শ্রী শীতলাতলা মন্দির প্রাঙ্গনে গ্রামবাসীর ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করার পর পথ সভায় বক্তব্য দেন।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল পৌর শাখা ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ সহ-সভাপতি প্রভাষ কুমার দাস। তিনি মাশরাফিকে সম্বোধন করে, কুশল বিনিময়ে আলিঙ্গন করেন।

পথসভায় উপস্থিত বার বার নির্বচিত কাউন্সিলর, (৬ নং ওয়ার্ড), নড়াইল পৌরসভা ও সাংস্কৃতিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,নড়াইল জেলা শাখা, শরফুল আলম (লিটু) হাত ধরে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেন। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের অন্যান্য নেত্রীবৃন্ধ।

আরো উপস্থিত ছিলেন মাশরাফি ভাইয়ের ভাদুলীডাঙ্গা এলাকার বন্ধু মহলের শ্রদ্ধাভজন, কিশোর দাস, জনি দে, সুমন দাস, মো. জাহিদুল ইসলাম (জাহিদ), এবং ভালবাসার এই এলাকার ছোট ও বড় ভায়েরা ও গ্রামবাসী।

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ নড়াইল গড়তে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন মহানায়ক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য মাননীয় প্রধান মন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার। সেই লক্ষ্য পুরনের কাজটা নড়াইল থেকে শুরু হোক।

প্রথম অসাম্প্রদায়িক জেলা হিসেবে নড়াইলকে গড়ার আহ্বান জানান মহানায়ক। উপস্থিত গ্রামবাসীবৃন্দ নৌকা প্রতীকে ভোট দিয়ে মহনায়ককে জয়যুক্ত করার অঙ্গীকার করেন। ভাদুলীডাঙ্গা গ্রামে মাশরাফির খেলার সাথী ও সহপাঠী সবাই উপস্থিত শুভাকাঙ্ক্ষী।

আশা করি যথাসময়ে উপস্থিত হয়ে ভোট দিয়ে এবং শেষ মুহুর্তের প্রস্তুতিতে অংশগ্রহণ করবেন। পরম শ্রদ্ধার সাথে স্মরন করছি মাশরাফি ভাইয়ের খেলার মাঠের সাথী, না ফিরে আসার দেশে চলে যাওয়া, আমাদের প্রিয়, মরহুম শামীম আরেফিন ভাইকে।

একজন সৎ, নির্ভীক, দেশপ্রেমিক ও পরোপকারী মানুষকে নিজের হাতে আমার মা মিষ্টি খাইয়ে দিয়ে, মাশরাফি ভাইয়ের একজন ভক্ত হিসেবে খুবই উল্লোসিত। মায়ের মত হাজার মা, কাকী, বোনেরা মাশরাফি ভাইকে কাছে অনেক উল্লসিত ছিল। আশা করছি একটি ভোটও এই গ্রাম থেকে মহানায়কের বিপক্ষে যাবে না।

/সিএইচ

Comments