মাশরাফির পক্ষে পৌর মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে নৌকার বিশাল মিছিল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮ উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত মাশরাফি বিন মোর্ত্তজার জন্য নৌকায় ভোট চেয়ে নড়াইলে বিশাল মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ, এস এম সুলতান, বিজয় সরকার, মাশরাফিসহ অনেক গুনী ব্যক্তিদের প্লাকার্ড ও কয়েকশত নৌকার প্লেকার্ডে সজ্জিত হয়ে মাশরাফির অনুসারী ও আদিবাসীদের আয়োজনে বিশাল এ শোভাযাত্রাটি শহরের শিবশংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুরু হয়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ, মহিলা যুব লীগ ও ছাত্রলীগের আয়োজনে মাশরাফির জন্য নৌকায় ভোট চেয়ে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নড়াইল পৌর মেয়রের রুপগঞ্জ অফিস থেকে শুরু হয়ে শহরের বাণিজ্যিক কেন্দ্র রুপগঞ্জ বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে মিছিলে পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, যুবলীগ নেতা মোঃ মাহফুজার রহমান, জাহাঙ্গীর কবির ইকবাল, আওয়ামী লীগ, যুবলীগ,মহিলা যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মাশরাফির জন্য নৌকায় ভোট চেয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। কয়েকশত নারী-পুরুষ বাদ্যকারের জয়ঢাকের শব্দে প্রকম্পিত হয়ে ওঠে নড়াইল শহর। শোভাযাত্রাটি শহরের বাণিজ্যিক কেন্দ্র রুপগঞ্জ বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ’নৌকার মাঝি মাশরাফির’ বাড়ী ঘুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। /সিএইচ Comments SHARES নির্বাচন বিষয়: