মাশরাফি খেলতে চান আরো ২ বছর

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক: মাশরাফি বিন মোর্তজার ক্যারিয়ারের বয়স ১৮ বছর। প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ২০ বসন্ত কাটাতে চান জাতীয় দলের ওয়ানডে ফর্মেটেরে এই অধিনায়ক। বিপিএল, ঢাকা প্রিমিয়ার লীগের মত দেশের ঘরোয়া ক্রিকেটের বড় বড় টুর্নামেন্ট গুলোতে খেলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ঢাকার কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মাশরাফির রংপুর। আরও কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে খেলে যেতে চান তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘দেখুন, আল্লাহ বাঁচিয়ে রাখলে সুস্থ রাখলে ইচ্ছে আছে। আন্তর্জাতিক ক্রিকেটের কি হবে জানি না, তবে সব কিছু মিলিয়ে ইচ্ছা ছিলো ২০ বছর ক্রিকেট খেলার। শুধু যে আন্তর্জাতিক ক্রিকেট তা নয়, ধরেন ঢাকা লীগ, বিপিএল এগুলো আমাদের ঘরোয়াতে বড় টুর্নামেন্ট।

এখান থেকে সবাই জাতীয় দলে সুযোগ পায়। ইচ্ছা ছিল ২০ বছর খেলার। হবে কিনা জানি না, তবে ইচ্ছা আছে। বিপিএল যদি সময় মত হয় পরের বছর, হয়তো সুযোগ থাকবে। কিন্তু আমি আসলে বলতে পারছি না। আরো খেলার ইচ্ছা আছে, দেখা যাক।

উল্লেখ্য, মাশরাফি বিন মোর্তজা ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে অধিনায়ক থাকা অবস্থায় আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২০০৯ সালে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন।

তবে আনুষ্ঠানিক বিদায় বলেননি এই অভিজাত ফর্মেটকে। তবে ফেরারও কোন ছিটে-ফোঁটা ইঙ্গিত নাই। বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। হয়তবা জাতীয় দলের হয়ে বিশ্বকাপের ম্যাচগুলোই তার ক্যারিয়ারে শেষ ম্যাচ হবে কোনো একটা সম্ভব্য।

/আরএ

Comments