মরক্কোকে দেওয়া মেসির অদ্ভুত তিন শর্ত

প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৯

একুশে ডেস্ক: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছিলেন, ২০১৯ কোপা আমেরিকাতে মেসিকে আবার আকাশী নীল-সাদা জার্সিতে দেখা যাবে।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কোলানি বলেছেন, ২২ ও ২৬ মার্চ যথাক্রমে ভেনেজুয়েলা এবং মরক্কোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে মেসিকে দলে রাখা হয়েছে। মহাতারকা খেলবেন বলেও খবর ছড়িয়েছে।

জানা গেছে মরক্কোর বিরুদ্ধে খেলতে নামার জন্য অদ্ভুত সব শর্ত দিয়েছেন মেসি। রয়্যাল মরক্কান ফুটবল ফেডারেশনকে ইতিমধ্যে সেগুলো জানিয়েও দেওয়া হয়েছে আর্জেন্টিনার ফুটবল সংস্থার পক্ষ থেকে।

মেসির দেওয়া অদ্ভুত শর্তগুলো হলো,

প্রথম শর্ত- মেসিকে কড়া ট্যাকল করতে পারবেন না মরক্কোর ফুটবলাররা। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ম্য়াচের আগে বা পরে ছবিও তুলতে পারবেন না তাঁরা। জার্সি বদল করা যাবে না।

দ্বিতীয় শর্ত- ম্যাচের আগে ও পরে মেসি কোনওরকম সাক্ষাৎকার দেবেন না কোনও সংবাদমাধ্যমকে।

তৃতীয় শর্ত- স্পেন থেকে মরক্কো যাওয়ার সুবন্দোবস্ত করতে হবে। এছাড়া মেসির থাকার জন্য এলাহি আয়োজন করতে হবে। এই সমস্ত শর্ত পালন হলে মেসি অন্তত ৬০ মিনিট খেলতে পারেন বলে খবর।

আর্জেন্টাইন ফুটবলের অনেকে বলছেন, এল ক্লাসিকোতে মেসিকে বাজেভাবে ট্যাকেল করা হয়েছে একাধিকবার। বহু ম্যাচেই মেসিকে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে। তাই মেসির ওপর চোখ রেখেছে আর্জেন্টিনার ফুটবল সংস্থা।

/এফএফ

Comments