লক্ষ্মীপুরে ৩ উপজেলায় স্বতন্ত্র, নৌকা জয়ী ২ উপজেলায় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০১৯ লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্উদ্দিন টিপু (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট রহমতউল্যাহ বিপ্লব (বৈদ্যুতিক বাল্ব) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী খালেদা আক্তার (হাঁস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। রায়পুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মারুফ বিন জাকারিয়া (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাজী মাজেদা বেগম (প্রজাপতি) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন চৌধুরী (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সুরাইয়া আক্তার শিউলী নির্বাচিত হয়েছেন। কমলনগর উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ওমর ফারুক সাগর (টিয়াপাখী) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার রক্সি (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। রামগতিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ পিরিচ) প্রতীক নিয়ে ২১,২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অপর দিকে দু’বারের উপজেলা নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ (নৌকা) প্রতিকে ১৬,৪০৮ ভোট পেয়ে ৪৮৩৯ ভোটে পরাজিত হোন। ভাইস চেয়ারম্যান পদে রাহিদ হোসেন (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ফারুক (কলস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: