কোটচাঁদপুরে নৌকার প্রার্থী চঞ্চলের বিশাল জনসভা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮ সুমন মালাকার, কোটচাঁদপুর (ঝিনাইদহ): আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদীয় আসনে আ.লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী সাবেক সংসাদ এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চলের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় স্থানীয় কোটচাঁদপুর মেইন বাসষ্টান্ড এলাকায় কোটচাঁদপুর উপজেলা আ.লীগের পক্ষ থেকে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এদিকে সাবেক এই এমপি ও নৌকার প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দিতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকার হাজারো আ.লীগ নেতা-কর্মী ও জনসাধারন সমাবেশ স্থলে আসতে থাকেন। বক্তারা দেশের উন্নয়ন ধরে রাখা ও চলমান রাখতে আগামী ৩০ শে ডিসেম্বর নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার একট্রা হওয়ার আহ্বান জানান। এসময় সমাবেশে উপস্থিত আ.লীগ নেতা-কর্মীসহ হাজারো মানুষ স্বতঃফূর্তভাবে চঞ্চলের পক্ষে নৌকা মার্কার শ্লোগান দিতে থাকেন। জনসভায় উপস্থিত নারী সমর্থকদের একাংশ কোটচাঁদপুর উপজেলা আ.লীগ সভাপতি শরিফুন্নেছা মিকির সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের মহাজোট ও আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাড.আজিজুর রহমান, কোটচাঁদপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, ঝিনাইদহ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. আজিজুর রহমান, জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদক এ্যাড. সালমা ইয়াসমিন, কোটচাঁদপর উপজেলা আ.লীগের সহ-সভাপতি লুৎফর রহমান, পৌর আ.লীগের আহ্বায়ক ফারজেল হোসেনসহ আ.লীগ, যুবলীগ, সেচছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। Comments SHARES নির্বাচন বিষয়: