খুলনার ৬ টি আসনেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী; কে কত ভোট পেলেন

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনার ৬টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছেন খুলনা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মাদ হেলাল হোসেন। 

খুলনা-১: ১০৭ কেন্দ্রের সবগুলোর ফলাফলে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস-১,৭২,০৫৯ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আমীর এজাজ খান-২৮,৪৩৭ ভোট। 

খুলনা-২: চূড়ান্ত ফলাফল, ১৫৭ কেন্দ্রের সবগুলোআওয়ামী লীগের শেখ সালাহ উদ্দিন জুয়েল  -১,১২,১০০ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু-২৭,৩৭৯ ভোট। 

খুলনা-৩: ১১৭ কেন্দ্রের সবগুলোতে  আওয়ামী লীগের বেগম মন্নুজান ‍সুফিয়ান-১,৩৪,৮০৬ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রকিবুল ইসলাম বকুল-২৩,৬০৬ ভোট। 

খুলনা-৪:, ১৩১ কেন্দ্রের সবগুলো আওয়ামী লীগের আবদুস সালাম মুর্শেদী-২,২৩,২১৪ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুল বারী হেলাল-১৪,১৮৭ ভোট। 
খুলনা-৫, ১৩৩ কেন্দ্রের সবগুলো আওয়ামী লীগের নারায়ন চন্দ্র চন্দ-২,৩১,৭২৫ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের (জামায়াত) মিয়া গোলাম পরওয়ার-৩২,৯৫৯ ভোট। 

খুলনা-৬: ১৪১ কেন্দ্রের সবগুলো আওয়ামী লীগের শেখ মোঃ আকতারুজ্জামান বাবু-২,৮৪,৩৪৯ ভোট পেয়ে বিজয়ী, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের (জামায়াত) আবুল কালাম আজাদ-১৯,২৫৭ ভোট। 

/এসএস

Comments