খুলনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে অপহরণ: ৪ ঘন্টা পর উদ্ধার

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর জেলা কারাগারের নিকট থেকে কাজী জামশেদ (৪৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে অপহরণের পর শারীরিক নির্যাতনের খবর পাওয়া গেছে।


শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় অপহণের শিকার হওয়ার চার ঘন্টা পর দুপুর ২টার দিকে রূপসা থানাধীন ব্রিজ এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার পাখারচর কাজী পাড়ার বাসিন্দা মোঃ সোহরাব কাজীর ছেলে।


তার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে খুলনা জেলা কারাগারে ছোট ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য তিনি এসেছিলেন জামশেদ কাজী। এ সময় একটি সাদা প্রাইভেটকারে ৪ জন ব্যক্তি ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে ওই দুর্বৃত্তরা তাকে বেধরক মারপিট করে গুরুতর আহত অবস্থায় রূপসা ব্রিজের কাছে রাস্তায় তাকে ফেলে চলে যায়। স্বজনরা স্থানীয় মানুষের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।  

Comments