এবার বিশ্বকাপে খুলনা থেকেই খেলবেন ৭ ক্রিকেটার

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: বিশ্বকাপের বাকি মাত্র ৪২ দিন। ইতোমধ্যে বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট বোর্ডের ঘোষিত ১৫ সদস্যের দলের ৭ ক্রিকেটারই খুলনা বিভাগের।

বিশ্বকাপের গত আসরের মতো এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা। এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

মাশরাফি ছাড়াও খুলনা বিভাগ থেকে এবারের বিশ্বকাপে সুযোগ পেয়েছেন ছয়জন ক্রিকেটার। বিশ্বকাপে মাশরাফির সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের বাড়ি খুলনার মাগুরায়।

রুবেল হোসেন এবারের বিশ্বকাপ দলেও আছেন বাগেরহাটের এই পেস বোলার। মাশরাফি, সাকিব, রুবেল ছাড়াও এবারের বিশ্বকাপ দলে আছেন খুলনার তরুণ প্রতিভাবান ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ দলের মিডলঅর্ডারে আছেন মোহাম্মদ মিঠুন। বিশ্বকাপে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেবেন কুষ্টিয়ার এই উইকেটকিপার ব্যাটসম্যান। সৌম্য সরকার। দুর্দান্ত ফর্মে থাকা ইমরুল কায়েসের পরিবর্তে বিশ্বকাপ দলে রাখা হয়েছে সাতক্ষীরার ক্রিকেটারকে।

মোস্তাফিজুর রহমান ‘দ্য ফিজ’ খ্যাত সাতক্ষীরার এই পেস বোলার আছেন বিশ্বকাপ দলে।

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া খুলনার সাত কৃতী সন্তান মাশরাফি, সাকিব, রুবেল, মোস্তাফিজ, মিরাজ, সৌম্য, মিঠুনদের নিয়ে ইতিমধ্যেই বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

/আরএ

Comments