অনুর্ধ-১৪; খাগড়াছড়ির ২১৭ রানের জবাবে ৫৫তে অল আউট কুমিল্লা

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

মো: লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি: ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ ক্রিকেটে কুমিল্লা জেলাকে বিশাল ব্যবধানে হারিয়েছে খাগড়াছড়ি জেলা।

শুক্রবার নোয়াখালী শহীদ ভুলু জেলা স্টেডিয়ামে সকালে টসে জিতে খাগড়াছড়ি অনুর্ধ্ব-১৪ দলের অধিনায়ক নাদিম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে খাগড়াছড়ি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৭ রান করে জবাবে কুমিল্লা ২১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে অল আউট হয়।

ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ ক্রিকেট খাগড়াছড়ি দলের ইউসুফ ৪৭ রান, আবুল কালাম আজাদ ২৫ রান ও ইমরুল ২১ রান করেন।

বল করতে নেমে খাগড়াছড়ির বাহাতি পেস বোলার উষামং মং ২ উইকেট, বাহাতি স্পিনার মফিজ মিয়া ৪ উইকেট ও আরেক বাহাতি স্পিনার নাদিম ৩ উইকেট নিয়ে জয়ে ভূমিকা রাখেন।

খাগড়াছড়ি দলের জয়ে অভিনন্দন জানিয়েছেন, খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য জুয়েল চাকমা খেলোয়াড় ও টিম কর্মকর্তাদের।

এর আগে ৬ জানুয়ারী খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. শহিদুল ইসলাম খেলোয়াড়দেরকে বিদায় দেন।

/সিএইচ

Comments