উপজেল নির্বাচন কালিগঞ্জ উপজেলায় নৌকা চায় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নূরুজ্জামান জামু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯ রেদওয়ানুল ফেরদৌস রনি, (সাতক্ষীরা) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। আগামী মার্চ মাসে উপজেলা নির্বাচনের পরিকল্পনা নির্বাচন কমিশনের। চলতি মাসের শেষের দিকে তফসিল ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছেন। উপজেলার প্রায় প্রতিটি জনপদে প্রার্থীদের পোস্টার ব্যানার শোভা পাচ্ছে। তবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগে নবীন-প্রবীণ একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে। তাই আসন্ন এ উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় নবীন প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে লড়তে চান কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ নূরুজ্জামান জামু। উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার খবরে বিশেষ করে এলাকার তরুণ ও সর্বস্থরের ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নূরুজ্জামান জামু কে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। তিনি বলেন, কালিগঞ্জ উপজেলার মানুষ দীর্ঘদিন যাবৎ অবহেলিত। এখানে এখনো অনেক সমস্যা রয়েছে। জেলা পরিষদের সদস্য হিসেবে এই এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। আর এ ধরনের সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততার কারণে ছোট-বড় সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। নিজের প্রার্থীতার বিষয়ে নূরুজ্জামান জামু সাংবাদিকদের জানান-বিশ্ব মানবতার জননী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে তিনি উপজেলা চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে মাদক , সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকে শান্তি প্রিয় উপজেলা গড়ে তুলবেন। এজন্য যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান তিনি। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: