যশোরে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯ বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চাচাড়ার ভাতুড়িয়ায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। ভ্রমাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ জামশেদুল আলমের নেতৃত্বে বুধবার দুপুরে এই অভিযান চালানো হয়। এসময় অস্ত্র তৈরির কারিগর ভাতুড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে কামরুল ইসলাম, তার স্ত্রী রাবেয়া সুলতানা রানি (২৮) ও তার অপর সহযোগী একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুল বাসার (৩২) আটক হয়েছে। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম। ম্যাজিস্ট্রেটরা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র তৈরির কারিগর কামরুল কারখানা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছে। কামরুলকে তাৎক্ষণিকভাবে সাজা না দিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি রেকর্ড করানো হয়। পরে কোতয়ালি মডেল থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হবে। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের এসআই বদরুল হাসান ও পুলিশ সদস্যরা সাথে ছিলেন । /আইকে Comments SHARES অপরাধ বিষয়: