যশোরে পৈত্রিক সম্পত্তি থেকে দুই বোন বঞ্চিত!

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে দুই বোন পৈত্রিক সম্পত্তি বঞ্চিত হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের ভাই আব্দুস সালাম খান জাল দলিল তৈরির মাধ্যমে মালিক সেজে অন্যত্র জমি বিক্রি করে দিয়েছেন। মামলা করার পর ২.৭৫ শতক জমি আদালত তাদের বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু ক্রয়কৃত মালিক জমি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়ে তা পরিশোধে ব্যর্থ হওয়ায় আদালতে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত গফফার মোল্যাকে জমি ব্যাংকের নিকট হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। যে কারণে বিপাকে পড়েছেন জমির মালিক দুই বোন।

কচুয়া গ্রামের মৃত আত্তাপ উদ্দীন খানের দুই মেয়ে জাহানারা খাতুন ও শাহানারা খাতুন জানিয়েছেন, তাদের পিতা ১৯৮৩ সালে মারা যান। পিতার মৃত্যুর পর নিয়মানুযায়ী সম্পত্তির মালিক হয় তারা দুই বোন ও এক ভাই। কিন্তু তাদের দুইবোনকে ফাঁকি দিয়ে আব্দুস সালাম খান পিতার সম্পত্তি জাল দলিল তৈরি করে নিজেই মালিক বনে যান। সেই দলিলের বুনিয়াদে ৯০ এর রেকর্ড পেয়ে রুপদিয়া বাজার থেকে জিরেট ২২১ মৌজা দাগ সং ২৬ খতিয়ান ৪৭১ জমি ৫.৫০ শতক জমি বিক্রয় করে দেন। তার দু’বোন জাহানারা খাতুন ও শাহানারা খাতুন পিতার সম্পত্তির ভাগ ভাইয়ের কাছে চাইলে আব্দুস সালাম খান বিভিন্ন তাল বাহানা শুরু করেন।

এক পর্যায় দু’বোন জানতে পারেন তাদের ভাই আব্দুস সালাম খান একই গ্রামের মানিকের ছেলে হাসেম আলীর কাছে পিতার জমি বিক্রয় করে দিয়েছেন। হাসেম আলী আবার একই গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে গফফার মোল্যার কাছে বিক্রয় করেছেন। সর্বশেষ ক্রয় সূত্রে জমির বর্তমান মালিক গফফার মোল্যা জমিটি যমুনা ব্যাংকের কাছে বন্ধক রেখে লোন গ্রহন করেছেন। সকল বিষয় জানার পর জাহানারা খাতুন ও শাহানারা খাতুন পৈত্রিক সম্পত্তির ভাগ দাবি করে যশোর বিজ্ঞ আদালতে একটি মামলা করেন। যার মামলা নং-১১০২/১৪। মামলার রায়ে আদালত জমির রেকর্ড সংশোধন করে মৌজা জিরাট ২২১ খতিয়ান ৫৬৫ দাগ নং ২৬, জমি ২.৭৫ তাদের দুই বোনের দখলে দেবার নিদের্শ দিয়েছেন। কিন্তু ব্যাংক থেকে লোন গ্রহীতা গফফার মোল্যা টাকা পরিশোধে ব্যর্থ হবার জন্যে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

আদালত গফফার মোল্যাকে জমি ব্যাংকের নিকট হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। ফলে পৈত্রিক সম্পত্তির অংশিদার জাহানারা খাতুন ও শাহানারা খাতুন। এমন অবস্থায় ওই দু’বোন জমি ফিরে পেতে ও দখল নিতে যশোর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মামলা করেন। যারা মামলা নং- ২২৯/১৯। দুই বোন আশা প্রকাশ করেছেন তাদের পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে দিতে কর্তৃপক্ষ যথাযথ প্রদক্ষেপ গ্রহণ করবেন।

Comments