যশোরের খুনের মামলায় তিন আসামির যাবজ্জীবন

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার ইছাপুর গ্রামের নববধূ পারভীন আক্তারকে ধর্ষণে বাঁধা দেয়ায় শাশুড়ি লিপি বেগমকে (৫০) খুনের দায়ে ৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড হয়েছে।

বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘাষণা করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হলো, যশোর জেলা সদরের ইছাপুর গ্রামর সাইদুল ইসলাম (২৬), জাহিদ (২৬), শহীদ মোল্লার কুদ্দুস (২৬)। একই সাথে তাদের প্রত্যেককে ২০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদন্ডাদেশ দেন আদালত ।

রায় ঘোষণাকালে আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষ মামলাটি পরিচালনা করেন পিপি এ এনামুল হক ও এপিপি শাকরিন সুলতানা।আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম নথীর বরাত দিয়ে জানান, ২০১৩ সালের ২৩য়েব্রুয়ারি রাত ৮টার দিক যশোর জেলা সদরের ইছাপুর গ্রামের রাজমিস্ত্রি লিটনের নববধূ পারভীন আক্তারকে ধর্ষণ করতে যায় আসামিরা।

এসময় লিটনের মা লিপি বেগম তাদের বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা ধারালা দা দিয়ে কুপিয়ে হত্যা করে লিপি বেগমকে। এ ঘটনায় নিহতর ছেলে লিটন আসামিদের নাম উল্লেখ করে যশোর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিআইজে/

Comments