পুলিশি গ্রেফতারে নেতা শূন্য বিএনপি প্রার্থী অমিত; স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

নিজস্ব প্রতিনিধি: পুলিশি গ্রেফতারে নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী আনিদ্য ইসলাম অমিত। ২৪ ঘণ্টার মধ্যে যশোর বিএনপির শীর্ষ ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যরাও গ্রেফতারের ভয়ে গা ঢাকা দিয়েছে। ফলে নেতাকর্মী শূন্য হয়ে পড়েছেন অমিত।

পুলিশের এমন আচরণের প্রতিবাদে বুধবার বিকেলে স্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করেন যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত কয়েকদিনে শুধু ‘যশোর-৩ আসন এলাকা থেকেই আমার প্রায় আড়াইশ’ পদধারী নেতাকে আটক করা হয়েছে। বাকিরা এখন গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে।

রিটার্নিং কর্মকর্তার কাছে দফায় দফায় লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি বলেন অমিত। 

সাংবাদিকদের উদ্দেশ্যে অমিত বলেন, ‘গত সপ্তাহেও এখানে যখন আমি সংবাদ সম্মেলন করি, আমার ডানে-বায়ে অনেক নেতা-কর্মীদের আপনারা দেখেছিলেন। মাত্র কয়েকদিনের ব্যবধানেই দেখতে পাচ্ছেন আজকের সংবাদ সম্মেলনে আমি ও আমার স্ত্রী ছাড়া ডানে-বায়ে কেউ নেই’।

অমিত বলেন, আমার নির্বাচন পরিচালনা দায়িত্বে থাকা বেশিরভাগ নেতা-কর্মীকে গত দুই-তিন দিনের মধ্যে জেলে ঢোকানো হয়েছে। বাকিরা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। আমার পোলিং এজেন্টদের চিঠিতে স্বাক্ষর করার মতো নেতাও এখন আর বাইরে নেই। 

তিনি বলেন, প্রশাসন যেভাবে ভোট করছে তাতে আওয়ামী লীগের কোন প্রার্থী দেওয়ার দরকার ছিলো না, কলাগাছ দাঁড় করিয়ে দিয়েও পাস করাতে পারতো। যশোর-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন, সব আয়োজন বাদ রেখে আসুন, যশোরের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, গ্রামে গ্রামে প্রমাণ করে দেবো কার জনপ্রিয়তা বেশি। 

সংবাদ সম্মেলনে অমিতের সাথে থাকা তার স্ত্রী সোহানা পারভীন বলেন, আমি মঙ্গলবার যশোর শহরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগে গিয়েছিলাম। সেখানে ঘরের মধ্যেও নারীরা আমার সাথে ফিসফিস করে কথা বলছে। ঘরের বাইরে আমাদের সাথে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না।

সোহানা বলেন, আমরা জানি, সবাই টের পাচ্ছে, সাংবাদিকসহ সবাই এখন ফিসফিস করে কথা বলছে, লিখছে। সরকার পুরো জাতিকেই ফিসফিসানির মধ্যে ফেলে দিয়েছে।

/এসএস

Comments