ভিডিও কনফারেন্সে যশোরে নৌকার ৬ প্রার্থীর জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮ বিল্লাল হোসেন, যশোর: যশোরের ৬টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের জন্য নৌকা প্রতীকে ভোট চাইলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে ঢাকার সুধাসদন থেকে যশোর টাউন হল ময়দানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় ভিডিও কনফারেন্সর যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। এ সময় তিনি ৬ জন প্রার্থীকেও পরিচয় করিয়ে দেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির জনকের আকাঙখা ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যশোর একটি গুরুত্বপূর্ণ জেলা। পদ্মসেতুর সঙ্গে যশোর পর্যন্ত রেলসংযোগ করে দিচ্ছি। সেটা যশোর থেকে মংলা বন্দর পর্যন্ত যাবে। যশোর-খুলনা রাস্তা চার লেনে উন্নীত হয়েছে। যশোর বেনাপোল রাস্তার উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ সার্বিক উন্নয়ন করে যাচ্ছি। তিনি বলেন, গত নির্বাচনে যশোরবাসী ভোট দিয়ে ৬টি আসনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করেছিলো। আগামি ৩০ ডিসেম্বরের নির্বাচনে যশোরবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাই। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। নৌকায় ভোট দিলে সমৃদ্ধি হয়। নৌকায় ভোট দিলেই দেশ এগিয়ে যায়। শেখ হাসিনা বলেন, ২০১৪ ও ২০১৫ সালে যশোরে সংখ্যালঘু নির্যাতন হয়েছে। তাদের উপর আক্রমণ কওে বহু মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, ভাংচুর করেছিল। সেখানে আইনশৃংখলা বাহিনী তৎপর ছিল বলে রক্ষা করতে পেরেছিলাম। আমরা জঙ্গি সন্ত্রাসবাদ দেখতে চাই না। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে যে অভিযান ছিল সেটি অব্যহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের শুরুতে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বক্তব্য রাখেন। এরপর উন্নয়ন নিয়ে একটি ভিডিও দেখানো হয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বর অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু,প্রমুখ। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: