যশোরের ৬টি আসনেই নৌকার জয়

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

বিল্লাল হোসেন, যশোর: যশোর জেলায় ৬টি আসনেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তারা হলেন আলহাজ শেখ আফিল উদ্দিন, মেজর জেনারেল (অব:) ডা. নাসির উদ্দিন, কাজী নাবিল আহমেদ, রণজিত কুমার রায়, স্বপন ভট্টচার্য ও ইসমত আরা সাদেক।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ শেখ আফিল উদ্দিন ২ লাখ ১১ হাজার ৪শ ৪৩ ভোট পেয়ে তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মফিকুল হাসান তৃপ্তি পেয়েছেন ৪ হাজার ৯শ ৮১ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকের বখতিয়ার রহমান ১ হাজার ৩শ ৩০ ভোট ও গোলাপ ফুল প্রতীকের সাজেদুর রহমান ডবলু পেয়েছেন ১ হাজার ১শ৭৭ ভোট।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব.) নাসির উদ্দিন পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৭শ ৯৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শীষের্র প্রার্থী মুহাদ্দিস আবু সাইদ পেয়েছেন ১৩হাজার ৯’শ ৪০ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে লাঙ্গল প্রতীকের ফিরোজ শাহ ১ হাজার ১শ ৮২ ভোট, মই প্রতীকের আলাউদ্দিন পেয়েছেন ৫শ ৯১ ভোট, হাত পাখা প্রতীকের আসাদুজ্জামান ৩ হাজার ৩শ ভোট ও উদীয়মান সূর্যের এম আছাদুজ্জামান পেয়েছেন ৭৭ ভোট ও কাঠাল প্রতীকের বিএম সেলিম রেজা ১ হাজার ২৪ ভোট।

যশোর-৩ (সদর) আসনে নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ পেয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৩শ ৩৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অনিন্দ্য ইসলাম অমিত ৩১ হাজার ৭শ ১০ ভোট পেয়েছেন, লাঙ্গল প্রতীকের জাহাঙ্গীর আলম ১ হাজার ৬৯ ভোট, গোলাপ ফল প্রতীকের মনিরুজ্জামান মনির ১ হাজার ৬শ ৬৭ ভোট, কুলা প্রতীকের মারুফ হাসান কাজল ৯শ ১৪ ভোট ও তারা প্রতীকের সৈয়দ বিপ্লব আজাদ ১শ ২৫ ভোট।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রণজিত কুমার রায় ২ লাখ ৭২ হাজার ১শ ৬৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষের টিএস আইয়ুব পেয়েছেন ৩০ হাজার ৮শ ৭৪ ভোট, লাঙ্গল প্রতীকের জহুরুল হক ১ হাজার ৯শ ৭৮ ভোট, হাত পাখা প্রতীকে নাজমুল হুদা ৫ হাজার ৬শ ৫৭ ভোট, কাঠাল প্রতীকে লে.কর্ণেল (অব.) এম শাব্বির আহমেদ ৭শ ৪২, কুলা প্রতীকে নাজিম উদ্দিন আল আজাদ পেয়েছেন ৯৯ ভোট, আম প্রতীকের মোহাম্মদ আলী জিন্নাহ ২শ ৯ ভোট ও গোলাপফুল প্রতীকের লিটন মোল্লা ১ হাজার ৯শ ৬৯ ভোট।

যশোর-৫ (মণিরামপুর) আসনে নৌকার স্বপন ভট্টচার্য পেয়েছেন ২লাখ ৪২ হাজার ৮শ ৫৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মুফতি ওয়াক্কাস ২৪ হাজার ৬শ ২১ ভোট পেয়েছেন, লাঙ্গল প্রতীকের এমএ হালিম ৮শ ৮৪ ভোট, হাতপটাখা প্রতীকে ইবাদুল হক খালাশী ২ হাজার ৭শ ৪ , ট্রাক প্রতীকের (সতন্ত্র) কামরুল হাসান বারী ৮শ ৫৭, হুক্কা প্রতীকের নিজাম উদ্দিন ১শ ২৪ ও গোলাপফুল প্রতীকের রবিউল ইসলাম ৪শ ১৭ ভোট।

যশোর ৬ আসনে (কেশবপুরে) নৌকার প্রার্থী ইসমত আরা সাদেক ১ লাখ ৫৬ হাজার ৫শ ৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল হোসেন আজাদ পেয়েছেন ৫ হাজার ৬শ ৭৩ ভোট, লাঙ্গল প্রতীকে মাহবুব আলম ৩শ ৫১ ভোট, হাতপাখা প্রতীকে আবু ইউসুফ বিশ্বাস ১ হাজার ১শ ৭০ ভোট ও গোলাপফুল প্রতীকে সাইদুজ্জামান ৩শ ৮০ ভোট পেয়েছেন।

/এসএস

Comments