যশোর-৩ আসনে নৌকাকে সমর্থন জানালেন জাপা প্রার্থী নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮ বিল্লাল হোসেন, যশোর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর- ৩ (সদর) আসন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থীর জাহাঙ্গীর আলম। নৌকা প্রতীককে সমর্থন জানিয়ে তিনি শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানান। এদিন দুপুরে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদের হাতে ফুল দিয়ে নৌকার পক্ষে থাকারও ঘোষণা দিয়েছেন। এসময় জাহাঙ্গীর আলমের সাথে দলীয় নেতাকর্মীরা ছিলেন।জাহাঙ্গীর আলম জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের নির্দেশে নৌকা প্রতীককে তিনি সমর্থন করেছেন। নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য জাতীয় পার্টির নেতারা আপ্রাণ চেষ্টা করবেন। ইতিমধ্যে জেলার নেতাকর্মীরা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: