ফ্রি খাবারের কুপন নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত ২

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রি খাবারের কুপন নিতে গিয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে দুই মালয়েশিয়ান বৃদ্ধা নিহত হয়েছে।

মাত্র ২০০টি কুপন দেওয়া হয়। অথচ এ জন্য জড়ো হয়েছিলেন হাজারের বেশি মানুষ।

গতকাল সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুদু জেলায় পুদু ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটে এ ঘটনা ঘটে বলে বিবিসির খবরে বলা হয়।

পুদু ইন্টিগ্রেটেড কমার্শিয়াল কমপ্লেক্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক কর্মকর্তা দ্য স্টারকে বলেন, নতুন বছর উপলক্ষে আগামী সপ্তাহকে সামনে রেখে এ আয়োজন করা হয়েছিল। বয়োজ্যেষ্ঠ লোকজনকে এ কুপন দেওয়া হচ্ছিল। ঘটনার সময় মোট চারজন পড়ে গিয়েছিল।

নিহত দুজন হলেন ৭৮ বছর বয়সী ল ইওন নাং এবং ৮৫ বছরের আহ পোহ। অপেক্ষা করতে করতে তাঁরা শ্বাসকষ্টে ভুগছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মার্কেটের একজন নিরাপত্তারক্ষী স্থানীয় গণমাধ্যমকে জানায়, তিনি ‘চিৎকার’ শুনেছেন এবং লোকজনকে ‘ঠেলাঠেলি’ করতে দেখেছেন।

৬২ বছর বয়সী এই নিরাপত্তারক্ষী দ্য স্টারকে বলেন, কুপন রেজিস্ট্রি করতে একই সময়ে চারজনকে অফিসে ঢোকানো হচ্ছিল। কিন্তু অনেকে সারি ভেঙে ধাক্কাধাক্কি শুরু করেন।

পুলিশ চিফ অ্যাসিসট্যান্ট কমিশনার শাহারুদ্দিন আবদুল্লাহ স্থানীয় গণমাধ্যমকে বলেন, নিহত দুজনেরই লাশই মাটিতে পড়ে ছিল। সেখানে থাকা অন্য বয়স্ক ব্যক্তিদেরও শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।

/সিএইচ

Comments