পাকিস্তানি হামলা ব্যর্থ করে দিলো ভারতীয় সেনারা

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮

ডেস্ক: পাকিস্তানি সামরিক বাহিনীর এক হামলা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনারা। এতে দুই পাক সেনা নিহত হয়েছেন।

রোববার জম্মুকাশ্মীরের নওগাম এলাকার ‘লাইন অব কন্ট্রোলে’ পাক বাহিনীকে মোকাবেলা করতে গিয়ে এই ঘটনা ঘটে।

সোমবার (৩১ ডিসেম্বর) ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওই বিবৃতির বরাতে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানকে নিহত দুই সেনার মৃতদেহ ফেরত নেয়ার আহ্বান জানিয়েছে ভারত।

খবরে বলা হয়েছে, ‘পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম’ (বিএটি) এর সদস্যরা ভারত সীমান্ত অতিক্রম করে হামলার চেষ্টা করে। পাক বাহিনী মর্টার ও রকেট হামলা চালিয়ে ভারতীয় সীমান্তে ঢোকার চেষ্টা করে।

এ সময় ভারতীয় বাহিনী তাদের ওপর গুলি নিক্ষেপ শুরু করে। পরে পাক বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এ ঘটনায় ভারতীয় বাহিনীর গুলিতে পাক বাহিনীর দুই সদস্য নিহত হয়।

পাকিস্তানি বাহিনী পিছিয়ে যাওয়ার পর ভারতীয় বাহিনী সেখানে তল্লাশি শুরু করে। এ সময় তারা দুই পাকিস্তানির মৃতদেহ উদ্ধার করে।

Comments