ইমরুলকে নিয়ে প্রতিবেদন করায় স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীর সাথে রুঢ় আচরণ…! নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯ একুশ নিউজ, নিজস্ব প্রতিবেক: ইমরুল কায়েসকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সময় সংবাদের প্রতিবেদকে ঢুকতে বাঁধা দিয়েছে নিরাপত্তা কর্মীরা। কারণ জানতে চাইলে উপরের নির্দেশে বাঁধা দিয়েছেন বলেও জানান তারা। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের হস্তক্ষেপে প্রতিবেদক স্টেডিয়ামে প্রবেশ করতে পারলেও জানা যায়নি বোর্ডের কোন কর্মকর্তা এমন নির্দেশ দিয়েছেন। ইমরুল কায়েসের দলে অন্তর্ভুক্তি নিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রতিবেদন প্রকাশ করে সময় সংবাদ। তাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট করে প্রতিবেদককে জানান, ইমরুলকে দলে নিয়েছেন তারা। এই সংবাদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ করেনি বিসিবি। শুক্রবার বিপিএলের সংবাদ সংগ্রহের জন্য শের-ই বাংলা স্টেডিয়ামে প্রবেশ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদককে বাঁধা দেন নিরাপত্তা কর্মীরা। কারণ জানতে চাইলে একজন নিরাপত্তা কর্মী জানান, উপরের নির্দেশে তিনি বাঁধা দিচ্ছেন। মুক্তার নামে ওই নিরাপত্তারক্ষী বলেন, ‘আমি জানি না, তবে বলেছেন অনুমতি নাই’। কে বাধা দিতে বলেছেন সেটি জানতে চাইলে উত্তেজিত হয়ে ওই নিরাপত্তারক্ষী বলেন, ‘আপনি ফোন দেন’। প্রায় এক ঘন্টা সেখানে দাঁড়িয়ে থাকার পর ভেতরে প্রবেশের অনুমতি মেলে ওই সাংবাদিকের। কিন্তু ভেতরে প্রবেশের পর আবারো বাধা দেন কয়েকজন নিরাপত্তাকর্মী। কিছুতেই ভেতরে প্রবেশ করতে দেবেন না নিরাপত্তা কর্মীরা। পরে অন্য গণমাধ্যম কর্মীরা মোবাইলে কথা বলেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে। জানতে পারেন, ইমরুল কায়েসকে নিয়ে সংবাদ প্রচার করায় এমনটা করেছে বিসিবি। তবে কোন কর্মকর্তার নির্দেশে বাঁধা দেয়া হয়েছে সেটি জালাল ইউনুস বলেননি। পরে অবশ্য ভেতরে ঢুকতে দেয়া হয় প্রতিবেদককে। অবশ্য এটাই প্রথম না। সঠিক খবর প্রচার করায় বিভিন্ন সময় সাংবাদিকদের বিসিবি পরিচালকদের নির্দেশে স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হয়নি। দেশের ক্রিকেট বিকাশে ভূমিকা রাখা গণমাধ্যমকে এইভাবে সংবাদ সংগ্রহে বাধা প্রদান নিশ্চয়ই কারো কাম্য নয়। /আরএ Comments SHARES খেলাধুলা বিষয়: