ইবি’র লোক প্রশাসন বিভাগের আন্ত:বর্ষ ক্রিকেটে চ্যাম্পিয়ন ৩য় বর্ষ

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন বিভাগে আন্ত:শিক্ষাবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে চতুর্থ বর্ষকে ৩ উইকেটে হারিয়েছে তৃতীয় বর্ষ। ফাইনাল ম্যাচে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হয়েছেন তৃতীয় বর্ষের অধিনায়ক শাহাব উদ্দীন অসীম। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চতুর্থ বর্ষের ক্রিকেট টিম। এতে নির্ধারিত ১২ ওভারে ৯৩ রান সংগ্রহ করে তারা। ৯৪ রানের লক্ষ্যে মাঠে নেমে ২বল ও ৩উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তৃতীয় বর্ষের ক্রিকেট দল ‘গ্লাডিয়েটরস অফ পাবলিক এডমিনিস্ট্রেশন’।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম।

উল্লেখ্য, গত ১৩ মার্চ থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আন্ত:শিক্ষাবর্ষ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ আয়োজন করা হয়। এতে বিভাগে ৫টি শিক্ষাবর্ষ অংশ নেয়।

বিআইজে/

Comments