লেবানন থেকে ইসরাইলের অভ্যন্তরে হিজবুল্লাহ’র অনুপ্রবেশ?

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩

হামাস-ইসরায়েল যুদ্ধের পঞ্চম দিনে লেবানন থেকে ইসরায়েলে বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ বুধবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে তারা। খবর এএফপি ও আলজাজিরার।

উত্তর ইসরায়েলের আঞ্চলিক কাউন্সিলের প্রধান বলেছেন, ১৫ থেকে ২০টি প্যারাগ্লাইডারে করে সীমান্ত পাড়ি দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তাদের আটকে অভিযান চলছে। এর আগে এ ধরনের অনুপ্রবেশ ঘটতে পারে বলে জানিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বড় ধরনের হামলার ভয়ে লেবাননের সীমান্তবর্তী উত্তর ইসরায়েলের বিট শিয়ান, সাফেদ ও টাইবেরিয়াস শহরের বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলেছে। এ ছাড়া উত্তর সীমান্তের বেশকিছু শহরে রকেট হামলার সাইরেন বাজছে।

এর আগে দিনের শুরুতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছিল, তাদের তিনজন সদস্যকে হত্যার জবাবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

Comments