লেবানন থেকে ইসরাইলের অভ্যন্তরে হিজবুল্লাহ’র অনুপ্রবেশ? নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩ হামাস-ইসরায়েল যুদ্ধের পঞ্চম দিনে লেবানন থেকে ইসরায়েলে বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ বুধবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে তারা। খবর এএফপি ও আলজাজিরার। উত্তর ইসরায়েলের আঞ্চলিক কাউন্সিলের প্রধান বলেছেন, ১৫ থেকে ২০টি প্যারাগ্লাইডারে করে সীমান্ত পাড়ি দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তাদের আটকে অভিযান চলছে। এর আগে এ ধরনের অনুপ্রবেশ ঘটতে পারে বলে জানিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বড় ধরনের হামলার ভয়ে লেবাননের সীমান্তবর্তী উত্তর ইসরায়েলের বিট শিয়ান, সাফেদ ও টাইবেরিয়াস শহরের বাসিন্দাদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বলেছে। এ ছাড়া উত্তর সীমান্তের বেশকিছু শহরে রকেট হামলার সাইরেন বাজছে। এর আগে দিনের শুরুতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছিল, তাদের তিনজন সদস্যকে হত্যার জবাবে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ফিলিস্তিনলেবাননহামাসহিজবুল্লাহ