তৃতীয় লিঙ্গের ৮ জন সংরক্ষিত আসনে আ’লীগের মনোনয়ন নিলেন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ৮ প্রতিনিধি। এর মধ্যে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের নেতা ময়ূরীও আছেন। মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করেন তারা। মনোনয়ন সংগ্রহকারী ফাল্গুনী বলেন, এটা আমাদের অধিকার। আমরা এ দেশেরই নাগরিক। সেই দাবিতেই সংসদ সদস্য হতে ফরম কিনেছি। সংসদে আমাদের সুখ-দুঃখ ও আবেদনগুলোর বিষয়ে বলার লোক নেই। এ জন্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সংসদে পাঠানো দরকার বলে মনে করি। তৃতীয় লিঙ্গের আরেক প্রতিনিধি অংকিতা বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার জাতীয় সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে। আর সেই অধিকার আদায়ের জন্য আমরা সংসদে যেতে চাচ্ছি। উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশন। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: