হেলস রুশো ঝড়ে বিপিএলের সর্বোচ্চ রান, এক ইনিংসে দুই সেঞ্চুরি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯ ব্যাটিংয়ে হেলস রুশো। ছবি: ইমরান ইমরান হোসাইন, বিশেষ প্রতিনিধি: বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সন্ধ্যার ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই গেইলের উইকেট হারালেও হেলস-রুশো রানের পাহাড় গড়েছে রংপুর রাইডার্স। বিপিএলে প্রথমবারের মতো সর্বোচ্চ রান এবং এক ইনিংসে দুই সেঞ্চুরি করেছে রংপুর রাইডার্সের দুই ব্যাটসম্যান হেলস ও রুশো। প্রথমে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রামের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে রংপুরের ক্রিস গেইল মাঠ ছাড়েন মাত্র ২ রান করে। আবু জায়েদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি। এরপরে ঝড় তোলে হেলস এবং রুশো। তাঁদের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৯.৩ ওভারে দলীয় শতক পূরণ করে রংপুর। আর ৪৬ বলে এই দুজনের জুটির শতক পূরণ হয়। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থেকে মাত্র ২৩ বলে দারুণ এক অর্ধশতক তুলে নেয় হেলস। আর এ থেকে আভাস পাওয়া পাওয়া যাচ্ছিলো হেলসের সেঞ্চুরির। হেলস সেই সেঞ্চুরির দেখা পায় ১৪ ওভার ৩ বলে। তবে স্কোর আর বড় করতে পারেনি হেলস। ব্যাক্তিগত ৪৭ বলে ১০০ রান নিয়েই ড্রেসিং রুমে ফিরেন তিনি। তাঁর ইনিংসটি ছিল ৫ টি ছক্কা ও ১১ টি চারে সাজানো। এদিকে হেলস চলে যাওয়ার পরেও মাঠে লড়ে যায় রুশো। ব্যাক্তিগত ৫১ বল খেলে তিনিও সেঞ্চুরির দেখা পান। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে রংপুরের দলীয় স্কোর হয় ২৩৯। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: