থানার ভেতর প্রাণনাশের হুমকি, কাউন্সিলরের জিডি

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

রাজধানীর হাতিরঝিল থানার ভেতর প্রাণনাশের হুমকির পর সাধারণ ডায়েরী করলেন রমনার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কাজল। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় কাজল ৫জনকে অভিযুক্ত করেছেন বলে জানা গেছে।

কাজল তার সাধারন ডায়েরিতে অভিযোগ করে বলেছেন, শুভ নামে এক ছেলেকে পুলিশ গ্রেফতার করে। এ বিষয়টি জানতে তিনি থানায় যান। ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে কী কারনে গ্রেফতার করা হয়েছে তা জানতে চান কাজল।

এসময় ওই কক্ষে স্থানীয় আরও বেশ কয়েকজন ছিলেন। তারা কাজলের উপর ক্ষুব্ধ হন। ওসির সামনেই কাজলকে তারা মারার জন্যে তেড়ে আসতে থাকেন। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা।

কাজল তার সাধারণ ডায়েরীতে বলেন, হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। হট্টগোলের সময় ওই কক্ষে পুলিশ এসে ক্ষুব্ধ লোকজনকে সরিয়ে নিয়ে যায়। পরে কাজল ৫জনকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৮৫৪।

Comments