গাজীপুরে হাতপাখার প্রচারনায় পিছিয়ে নেই নারী কর্মীরাও নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮ জাকারিয়া, নিজস্ব প্রতিবেদক, টঙ্গী: গাজীপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীন প্রার্থীর হাতপাখা প্রতিকের প্রচারণায় পিছিয়ে নেই নারীরাও। গাজীপুরের টঙ্গীতে হাতপাখার প্রার্থী আলহাজ্ব হারুন- অর-রশিদের পক্ষে হাতপাখার প্রচারণায় নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার সকাল থেকে শুরু করে সন্ধা পর্যন্ত টংগীর ৪৫ নং ওয়ার্ডে প্রচারনা চালান, ইসলামী আন্দোলনের নারী কর্মীরা। দিনভর তারা গাজীপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব হারুন অর রশিদের পক্ষে হাতপাখার সমর্থনে ৪৫ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে নারী ভোটারদের হাতপাখায় ভোট প্রার্থীনা করেন। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: