গাজীপুর-১ আসনে শ্রমিকদের জন্য নিরাপদ আশ্রয়স্থল গড়ে তোলা হবে: মুফতী আবুল বাশার

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

একুশ নিউজ: গাজীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের প্রার্থী ‍মুফতী আবুল বাশার বলেছেন, হাতপাখা শিল্পের বিকাশে গাজীপুর- আসনকে শ্রমিকদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় শেষ দিনে কোনাবাড়ী-কাশিমপুরের বিভিন্ন কারখানার শ্রমিকদের সাথে মতবিনিময় ও গণসংযোগকালে এসব কথা বলেন।

মুফতী আবুল বাশার বলেন, আসন্ন নির্বাচনে গাজীপুর-১ আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করা হলে অত্র আসনের অনুন্নত এলাকাকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত করা হবে।

শেষ মুহুর্তের প্রচারণা ব্যস্ত গাজীপুর-১ আসনের হাতপাখার প্রার্থী

কলকারখানার অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা ও বিষাক্ত ক্যামিকেলের কারণে পরিবেশের যে মারাত্মক ক্ষতি হচ্ছে, তা রোধকল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকরি পদক্ষেপ নেয়া হবে।

বিস্তৃীর্ণ সরকারী খাসজমিকে ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধার করে বিধি মোতাবেক তার পদক্ষেপ গ্রহন করা হবে।

মতবিনিময় ও গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জননেতা মুহা. উমর ফারুক, আল আমীন খান, সমন্বয়কারী হাফেজ মাওলানা জাকির হোসাইন, আল আমীন খান ইঞ্জি. জিএস আলী পাশা, মুফতী খান মুহা. ইবরাহীম খলীল, মুহা. আতিকুর রহমান প্রমুখ।

/এসএস

Comments