গাইবান্ধা-৪ আসনের কামারদহ ইউনিয়ন আ’লীগের নিবার্চনী সভা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮ রেজুয়ান খান রিকন, গাইবান্ধা প্রতিনিধি: দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচার-প্রচারনা ততই বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে আগামী একাদশ সংসদ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। আগামী ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ সংসদ নির্বাচনে শত ভাগ বিজয়ের আশা নিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তাই গণসংযোগের পাশা-পাশি একই দিনে একাধিক নির্বাচনী জনসভা, সমাবেশ করছে। এদিক থেকে পিছিয়ে নেই কামারদহ ইউনিয়ন আওয়ামী লীগও। রোববার বিকালে কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতনের সার্বিক সহযোগিতায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে ফাঁসিতলা হাইস্কুল মাঠে এক বিশাল নৌকা মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন আওয়ামী লীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান সংসদ সদস্য জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আপনারা বিগত দিনে আমার সাথে থেকে নৌকাকে বিজয়ী করেছিলেন। সেই বিজয়ের ধারাবাহিকতায় উপজেলার রাস্তাঘাট, ব্রীজ কালর্ভাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্তরে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া পৌঁছিয়ে দিয়েছিলাম। তাই আসুন সবাই মিলে স্বাধীনতা পক্ষের শক্তি ৪র্থ বারের মত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখি। তিনি আরো বলেন, পরিবার নিয়ে আপনারা আগামী ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনতার শক্তির পক্ষের মার্কা নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আপনাদের কাছে আশা রাখছি। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড এম এ মতিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, মুকিতুর রহমান রাফি, কামারদহ ইউ’পি চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন, ফেরদৌস হোসেন রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, মহিমাগঞ্জ ইউ’পি চেয়ারম্যান আব্দুল লতিফ, মিয়া আসাদুজ্জামান হিরু, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, এ ছাড়াও উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য নেতৃবৃন্দ। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: