কোপা ডেল রের সেমিতে মুখোমুখী বার্সা-রিয়াল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৯ স্পোর্ট ডেস্ক: বিশ্ব ফুটবল প্রেমীরা আবারো একটি এল ক্লাসিকো দেখতে যাচ্ছে তবে এবার সেটি লা-লিগায় নয়। স্পেনের দ্বীতিয় বৃহত্তম প্রতিযোগিতা কোপা ডেল রের সেমিফাইনালেই মুখোমুখি বিশ্বসেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সেমি ফাইনাল লাইন আপ নিশ্চিত হওয়ার পরই এই আভাসটা মিলছিল। শেষ পর্যন্ত হলোও সেটাই। যার অর্থ, বিশ্ব ফুটবলপ্রেমীরা পেল বাড়তি দুটি মর্যাদার এল ক্লাসিকো দেখার সুযোগ। আগামী ২৮ দিনের মধ্যেই ফুটবলপ্রেমীরা দেখতে পারবে ৩টি এল ক্লাসিকো। কোপা ডেল রের সেমি ফাইনালের দুই লেগ। যে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৬ ও ২৭ ফেব্রুয়ারি। এরপর ২ মার্চ লিগে মুখোমুখি হবে রিয়াল বার্সা। ড্র দেখে ফুটবলপ্রেমীরা খুশিতে গদগদ হলেও রিয়াল ও বার্সার জন্য মাথায় হাত। এমনিতেই ফেব্রুয়ারি মাসটি কঠিন কঠিন সব ম্যাচ আছে রিয়াল ও বার্সার। তার উপর বাড়তি চাপ হয়ে এল কোপা ডেল রের সেমি। এবারের কোপা ডেল রের ফাইনাল ম্যাচটি হবে রিয়াল বেটিসের মাঠে। সেই স্বাগতিক রিয়াল বেটিস সেমি ফাইনালে জায়গা করে নেওয়াতেও কপাল পুড়ল রিয়াল-বার্সার। ড্রতে স্বাগতিক বেটিসের প্রতিপক্ষ হিসেবে উঠেছে ভ্যালেন্সিয়ার নাম। আর তাতেই নিশ্চিত হয়ে যায়, অন্য সেমি ফাইনালটিতে মুখোমুখি হতে হবে রিয়াল ও বার্সাকে। কোপা ডেল রের ইতিহাসে এ নিয়ে ২০ বারের মতো একের অন্যের মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা। মানে এর আগে ১৯ বার মুখোমুখি হয়েছে। সেই ১৯ সাক্ষাতে ম্যাচ হয়েছে ৩৩টি! কী খটকা লাগছে? আসলে কখনো দুই লেগের মঞ্চে মুখোমুখি হয়েছে। কখনো এক লেগের। যাই হোক, কোপা সেই ৩৩ এল ক্লাসিকোতে জয়ের পাল্লা বার্সেলোনার ভারি। তারা জিতেছে ১৪ বার। বিপরীতে রিয়াল জয় নিয়ে মাঠ ছেড়েছে ১২ বার। বাকি ৭ সাক্ষাতে ড্র। সামগ্রিক পরিসংখ্যানে বার্সা এগিয়ে থাকলেও সেমি ফাইনাল দ্বৈরথে রিয়াল এগিয়ে। এর আগে এই টুর্নামেন্টে মোট ৬ বার সেমি ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ৪ বার সেমির বাঁধা পেরিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। বার্সেলোনা ২ বার। টুর্নামেন্টে দুই দলের সর্বশেষ সেমি ফাইনাল দ্বৈরথেও রিয়াল জয়ী। ২০১৩ সালে এই সেমি ফাইনালেই গ্যারেথ বেলের অবিশ্বাস্য জাদুতে ফাইনালে উঠে যায় রিয়াল। শুধু তাই নয়, টুর্নামেন্টে দুই দলের সর্বশেষ সাক্ষাতেও জয়ী রিয়াল। ২০১৪ সালে ফাইনালে এই বার্সেলোনাকে হারিয়েই শিরোপা জেতে রিয়াল। কোপা ডেল রেতে সেটিই সর্বশেষ শিরোপা জয়ের স্বাক্ষী হয়ে আছে রিয়ালের। এবার কার বিদায় ঘণ্টা বাজবে? রিয়াল নাকি বার্সেলোনার? উত্তরের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ২৭ ফেব্রুয়ারির দ্বিতীয় লেগ পর্যন্ত। /আইকে Comments SHARES খেলাধুলা বিষয়: