গাইবান্ধা-৩ উপনির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: অতিরিক্ত ডিআইজি র্যাব-১৩ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯ রেজুয়ান খান রিকন, গাইবান্ধা: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ এর অতিরিক্ত ডিআইজি (অধিনায়ক) মোজাম্মেল হক (বিপিএম-পিপিএম) বলেছেন, কঠোর নিরাপত্তা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ গ্রহনযোগ্য করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব-১৩। নির্বাচনকে কেন্দ্র করে যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে র্যাব-১৩। শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী সদরের স্থানীয় চৌমাথা মোড়ে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং কালে তিনি উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন নির্বাচন পরবর্তী সংহিসতা এড়াতে প্রস্তুত থাকবে র্যাব। এছাড়াও মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এসময় র্যাব-১৩ গাইবান্ধা ইউনিটের এএসপি হাবিবুর রহমানসহ র্যাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: