ফেনী-২ আসনে হাতপাখার বিশাল শোডাউন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮ হাসান মাহমুদ, ফেনী: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত ফেনী-২ (ফেনী সদর) আসনে হাতপাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নুরুল করিম বেলালীর সমর্থনে ফেনী শহরে প্রচারণার শেষ সময়ে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি শহরের ঐতিহাসিক মিজান ময়দান থেকে শুরু হয়ে ট্রাংক রোড, শহীদ শহিদুল্লা কায়সার সড়ক সহ শহরের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে মহীপাল গিয়ে বিশ্বরোড়স্থ ফ্লাইওভার এর নিচে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। শোডাউনে বিপুল পরিমানে নেতাকর্মীরা অংশগ্রহন করে। শোডাউন চলাকালে অনেক দোকানদার, রাস্তার আশ পাশের লোকজনকে ব্যাপক আগ্রহ নিয়ে এগিয়ে আসতে ও অনেককে হাত নেড়ে সমর্থন জানাতে দেখা গেছে। শোডাউন শেষে মহিপাল ফ্লাইওভার নিচে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ভোটারদের উদ্দেশ্য বলেন, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠনে ও উন্নত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় আপনারা একটি বারের জন্য হলেও হাতপাখায় ভোট দিয়ে পরিক্ষা করুন, আমরা আমাদের ওয়াদা রক্ষায় বিফল হলে ২য় বার আপনাদের সমর্থন চাইতে আর আসবো না। শোডাউনে প্রার্থীর সাথে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ সভাপতি গাজী এনামুল হক ভূইয়া, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফজ রফিকুল ইসলাম, ওমান কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি কবির আহমদ পাটোয়ারি, ইসলামী যুব আন্দোলন ফেনী জেলা সহ সভাপতি কে এম বেলাল পাটোয়ারি, ই’শা ছাত্র আন্দোলন ফেনী জেলা সহ সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ কাবীর ভূইয়া প্রমুখ । /সিএইচ Comments SHARES নির্বাচন বিষয়: