কুমিল্লার ৫ উইকেটের জয়; ম্যান অব দ্যা ম্যাচ আফ্রিদি

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবারের দ্বিতীয় ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়ে রাজশাহী কিংসকে উইকেটের ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে রাজশাহী।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা।

১২৫ রানের টার্গেতে খেল্টে নেমে আনামুল হক বিজয় ও এলভিন লুইস কুমিল্লার হয়ে দারুণ সূচনা করেন। বিজয় ৩২ বলে ৪০ রান করেন। লুইস করেন ২১ বলে ২৮ রান।

তামিম ২৫ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন। এরপর শোয়েব মালিক (২ রান) ও ইমরুল কায়েস (৬ রান) করে দ্রুত বিদায় নেন।

তবে শহিদ আফ্রিদি (৯ রান) ও লিয়াম ডসন (১২ রান) করে জয় তুলে মাঠ ছাড়েন।

রাজশাহীর পক্ষে মেহেদি মিরাজ, কায়েস আহমেদ, মুস্তাফিজুর রহমান প্রত্যেকে ১ টি করে উইকেট লাভ করেন।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে মেহেদি মিরাজের রাজশাহী। দলের পক্ষে অধিনায়ক মেহেদি মিরাজ ১৭ বলে ৩০, জাকির হাসান ২৬ বলে ২৭ রান করেন।

এরপর দলের পক্ষে সর্বোচ্চ লোয়ার অর্ডার ব্যাটসম্যান ইসুরু উদানা ৩০ বলে ৩২ রান করেন।

কুমিল্লার পক্ষে শহিদ আফ্রিদি ৩টি, আবু হায়দার রনি, লিয়াম ডসন, মোহম্মদ সাইফুদ্দিন ২টি করে উইকেট লাভ করেন।

/এসএস

Comments