চট্টগ্রাম পর্বের বিপিএলে দর্শকের উপচে পড়া ভীড় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯ ইমরান হোসাইন: জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম। যেন সব সময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই নিজের সাথে। বিপিএল আয়োজন করতে গিয়ে একবার দেশের সেরা ভেন্যুর পুরস্কারও জিতেছে এই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম। বছর ঘুরে সে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বিপিএলের ষষ্ঠ আসরের চতুর্থ রাউন্ড। রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় এ পর্ব। গতকালকের ম্যাচ ছিলো বিপিএলের রেকর্ড সেরা ম্যাচ। বিপিএলের সর্বোচ্চ রান, এসেছে এক ইনিংসে দুই সেঞ্চুরিও। এছাড়া দর্শক উপস্থিতিরি দিক দিয়েও সেরা বলা যায় গতকালকের এই ম্যাচকে। বিপিএল এর শুরুর ম্যাচ গুলো ছিলো দর্শকশূন্য, কিন্তু চট্টগ্রাম পর্বের চিত্র পুরোই তার উল্টো। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। তবে দর্শকপূর্ণ ম্যাচে ঘরের মাঠে বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে চট্টগ্রাম ভাইকিংসকে। গতকাল দিনের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংসের মধ্যকার খেলার সময় চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামের দর্শকের উপচে পড়া ভীড়। জহুর আহমেদ স্টেডিয়াম থেকে ছবি তুলেছেন আমাদের প্রতিনিধি ইমরান হোসাইন। /এসএস Comments SHARES খেলাধুলা বিষয়: