চট্টগ্রামে শুরু হয়েছে অমর একুশে বইমেলা

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯
চট্টগ্রাম বইমেলার মূল ফটক। ছবি: ইমরান হোসাইন

ইমরান হোসাইন, বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামে শুরু হয়েছে ‘অমর একুশে গ্রন্থমেলা’ বিকেল পাঁচটায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

এসময় তথ্যমন্ত্রী জাতীয় পতাকা এবং মেয়র আ জ ম নাছির উদ্দীন চসিকের পতাকা উত্তোলন করেন। জাতীয় সংগীত পরিবেশন করে কাপাসগোলা সিটি করপোরেশন কলেজের ছাত্রীরা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আমরা বাঙালিরা মেধাবী। ইউরোপের বাইরে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কবিগুরু। গাছের যে প্রাণ আছে প্রথম যে আবিষ্কার করেন তিনি স্যার জগদীশ চন্দ্র বসু। বাঙালিরা যুগে যুগে মেধার স্বাক্ষর রেখেছেন। বাংলা সাহিত্য পৃথিবীর অন্যতম সমৃদ্ধ সাহিত্য। অনেক বই অন্য ভাষায় অনূদিত হয়েছে। সমগ্র পৃথিবীতে সমাদৃত হয়েছে।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তিনি বলেন, বইমেলার আয়োজন মানুষকে বইমুখী করার জন্য। নতুন প্রজন্মকে বইমুখী করার জন্য। যারা বই লেখেন তারা বেঁচে থাকেন। বাংলাদেশে অনেক রাজনীতিবিদ ছিলেন। সবাইকে মানুষ মনে রাখেনি। যারা জীবনী লিখে গেছেন, বই লিখে গেছেন তারা কিন্তু বেঁচে আছেন। সমাজে অনেক গুণী মানুষ ছিলেন। অনেকে হারিয়ে গেছেন। কিন্তু যাদের সম্পর্কে কোনো পুস্তিকা বেরিয়েছে তারা বেঁচে আছেন। বই শুধু সুকোমল বৃত্তি প্রকাশ করার জন্য নয়, সমাজকে পরিশীলিত করার জন্য নয় নিজেকে বাঁচিয়ে রাখতে বই অনবদ্য ভূমিকা রাখে।

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় ১৯ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের ১১০টি প্রকাশকের স্টল রয়েছে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হবে।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা।

বক্তব্য দেন বইমেলার আহ্বায়ক কাউন্সিলর নাজমুল হক ডিউক, বইমেলার যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন শাহ আলম নিপু, জামাল উদ্দিন, সচিব সুমন বড়ুয়া, সমন্বয়কারী আশেক রসুল টিপু প্রমুখ।

উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. মোহীত উল আলম, প্রকৌশলী আলী আশরাফ, কবি সাথী দাশ, আশীষ সেন, আনন্দ মোহন রক্ষিত, লেখক সাখাওয়াত হোসেন মজনু, মর্জিনা আকতার, সংস্কৃতি সংগঠক দেওয়ান মাকসুদ, শেখ শওকত ইকবাল, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, সলিমুল হক চৌধুরী বাচ্চু, মো. জোবায়ের, হাসান মুরাদ বিপ্লব, আবিদা আজাদ প্রমুখ।

/আরএ

Comments