আইসিইউতে কবি আল মাহমুদ!

প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯

একুশ ডেস্ক: বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল শনিবার রাতে তাকে ধানমণ্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। তার পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায় আল মাহমুদ দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

উল্লেখ্য, আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিক, চেতনা ও বাক-ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা।

তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে- লোকলোকান্তর (১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৬৬) ইত্যাদি।

বিআইজে/

Comments