দুই পৃথিবী; এ যেন এক করুণ গল্প

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৯

একুশ সংবাদ: আদর, স্নেহ, ভালোবাসা, জড়িয়ে থাকা কথাটির নাম শিশু। সৃষ্টিকর্তার বিধানে সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক চিরন্তন। একটি শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে বাবা-মা। তাদের আদর স্নেহ পেয়ে বেড়ে উঠলেই শিশুর ভবিষ্যত সুন্দর এবং প্রানবন্ত হবে বলে আশা করা যায়।

অপর দিকে কিছু শিশু জন্মের পর থেকে বেড়ে উঠে বাবা-মায়ের আদর-স্নেহ ছাড়া, তাদের আমরা পথ শিশু বলে ছিনি। তাঁরা বেড়ে উঠে স্টেশন বা ফুটপাতে, তাদের রাত কাটে হয়তো কোন যাত্রী ছাউনির নিচে। তাদের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে আসে না কেউ।

কেউ তাদের শিয়রে বসে চাঁদ মামার গল্প শুনায় না। কিন্তু তাদের ক্লান্তহীন নিথর দেহে ঠিকই ঘুম চলে আসে। রাত কেটে যায় সেই পথের ধারে। কাক ডাকা ভোর উঠে আবার ছুটে তারা দু’মুঠো খাদ্য অন্বেষণে। তাদের নেই কোনো সুন্দর আগামীর ভাবনা। নেই কোনো প্রানবন্ত জীবন যাপনের ইচ্ছা। এ যেন দুই পৃথিবী।

আলোচিত ছবিটি সেই বার্তাটিই বহন করছে। বিলবোর্ড দেখা যাচ্ছে বাবা-মায়ের আদরে উচ্ছ্বসিত একটি শিশু আর তার নিচে৷ নীরবে নিভৃতে ঘুমিয়ে আছে এক পথ শিশু।

চট্টগ্রাম থেকে সম্প্রতি ছবিটি তুলেছেন ইমরান হোসাইন

/আরএ

Comments