ওবায়দুল হাসান

প্রধান বিচারপতির শপথ

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৩

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি ওবায়দুল হাসান। আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা, সাবেক প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি, জাতীয় সংসদের হুইপ, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেল, বিভিন্ন জাতীয় দৈনিক ও সংবাদ সংস্থার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। এর আগে ১২ সেপ্টেম্বর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিলো আইন মন্ত্রণালয়।

দেশের ২৩তম প্রধান বিচারপতি ছিলেন হাসান ফয়েজ সিদ্দিকী। তাঁর মেয়াদ ২৫ সেপ্টেম্বর শেষ হয়। অবসরে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন বিচারপতি ওবায়দুল হাসান।

নব নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১ জানুয়ারি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ছায়াশী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৯ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়। তিনি ২০২০ সালের ৩ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি হন।

Comments